Saturday, July 18, 2015

To prevent anxiety in your life

Today one else on earth. There is no chain, no ties, no attachment to life no way to lost no excuse. Nothing going on ... The borders! I've tied yourself again traverses own!
When people do not have to live with the lonely life, but that he behaves not good. In giving life to all the life left, Let destiny.
Let the hand of destiny, as far as can be. However, to continue this life is not fair. The proper direction in life, a little sympathy. What else?
And a little love. Which will take him/her by the hand back to normal life. So we should understand the meaning of life, the crime and the proper purpose of life. Without aimless life, to find meaning in u'r life, the way she handled herself in public. Life is one, I spent all doubt, all fear from the mind drop the left, the right of everyone to the chosen her/his right way.
Once that time is spent in, he will not be back. Come the day and can not get back in. Give yourself the opportunity to drop the hesitation so all the new things to be in charge. What do you have to cover yourself on the cover of the memory of a friend?
So let's drop the rush boldly into the new raising life. One day it will be able to bathe in the joy of life, unwittingly. So I'm not a concern. Good luck to you in the coming days.


Author: - Mishu.

জীবনের দুর্ভাবনা দূর করুন

আজ এক অন্য আমি পৃথিবীর বুকে। নেই শৃঙ্খল, নেই বন্ধন, নেই পিছুটান কোন অজুহাত জীবন থেকে পালাবারঅ। অবলীলায় হেঁটে চলেছি দূর সীমানায়...!  আমিযে নিজেকে আবার আবদ্ধ করেছি নিজেরই ঘোরে! 
মানুষ যখন আর একাকী জীবন বয়ে বেড়াতে পারেনা, তখনই সে এমনটা আচরণ করে। সব ছেড়ে জীবনের হাতে জীবনকে সমর্পন করে। নিয়তি নিয়ে যাক।
নিয়তি নিয়ে যাক হাত ধরে যতদূর নিয়ে যেতে পারে। তবে এভাবে জীবনকে চলতে দেওয়া ঠিক নয়। জীবনের প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, আর একটু সহানুভূতি. আর কি?
আর একটু ভালবাসা। যা তাকে হাত ধরে নিয়ে যাবে আবার স্বাভাবিক জীবনে। তাই আমাদের উচিত জীবনের মর্মার্থ বুঝে, সেদিকে মনোযগ দেয়া। উদ্দেশ্যহীন জীবন-যাপন নাকরে, জীবনের মানে খুজে সে পথে নিজেকে পরিচালন  করা উচিত সবার। জীবনতো একটাই, তো সব সংশয় কাটিয়ে, মন থেকে সব ভয় ঝেরে ফেলে, এগিয়ে চলো সবাই সামনের দিকে। 
জীবনে যে সময় একবার অতিবাতি হয়ে যায়, সে সময়  আর ফিরে আসবেনা। ফেলে আসা দিনও আর ফিরে পাওয়া যাবেনা। তাই সব দ্বিধা ঝেরে ফেলে নিজেকে আর একটা সুযোগ দাও সবকিছু নতুন করে গুছিয়ে নিতে। ফেলা আসা স্মৃতির মলাটে নিজেকে মুড়ে লাভ কি বন্ধু?
তাই সব ঝেরে ফেলে নব উদ্দমে ছুটে চলো নির্ভয়ে। দেখবে একদিন ঠিকই জীবনের আনন্দে  স্নান করতে পারবে নিজের অজান্তেই। তাই আর দুর্ভাবনা নই। ভাল কাটুক আপনাদের আগামী দিনগুলো ।


লেখিকা:- মিশু।