Wednesday, July 29, 2015

ভুলে যাই

নে রাখি শত সহস্র বছরের করুণা
ভুলে যাই,হাজার বছরের ভালোবাসা
দেনা-পাওনার হিসাব ছাড়াই
দিনের পর দিন কাটানো সুখের কিচ্ছা।

এযাবৎ কালের ভিক্ষার দান
তাও জমা করে রাখি,বক্ষে ধরে অভিমান
শুধু থাকেনা,নিঃস্বার্থ প্রেম ছলনা ছাড়া
অনেক দিনের অনুভব।

প্রেম মরে গেলে ঘৃণাতেই হয় তার আবাস
হিসাবের খাতা বন্ধ করে দিয়ে -
শুরু করি তাই নতুনের গান।

স্মৃতির ভান্ডারে ধুলোর প্রলেপ,
মুছে দিয়ে শত জনমের ঋণ -
ধূসরতায় বিবর্ন মলিন হৃদেয়র ইতিহাস,
আপনও পর,যেন দখলের কারবারে ,
অতীতের উপর ছাপ পরে হয়ে যায় বিলিন।

ভুলে যাই সব,ভুলে যেতে হয়,
কখনো ভানে,কখনো মনে অথবা সঙ্গোপনে
ভুলে যাই,ভুলেরই অভিনয়ে।
,
অপরাজিতা 

5 comments: